খাসখবর চট্টগ্রাম : চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা এর আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। তবে গত মঙ্গলবারের তুলনায় মৃত্যু সংখ্যা বেড়েছে দ্বিগুন।
গত মঙ্গলবার (২৭ এপ্রিল) সারাদিনে চট্টগ্রামে ২০৫ জনের দেহে করোনার অস্তিত্ব মিললেও গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ১৮০ জন। তবে মঙ্গলবার সারাদিনে ৪ জন মারা গেলেও গত ২৪ ঘন্টায় করোনার বিষে মারা গেছে ৮ জন।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয় গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের নয়টি ল্যাবে ১ হাজার ২শ ৩০টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮০ জন। এদের মধ্যে ১৩৯ জন নগরীর ও ৪১ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৭শ ২৫ জনে।
এদিন নতুন করে আরো আটজনের মৃত্যুতে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্য থেকে মোট মৃতের সংখ্যা দাড়ায় ৫শ ১৬ জন।
বিগত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩২ জনের শরীরে করোনা জীবাণু পাওয়া গেছে।
এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি।
অন্যদিকে ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩ জন, শেভরণ ক্লিনিকের ল্যাবে ১৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৫ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
খখ/প্রিন্স