চবির ভর্তি আবেদনের সময় বাড়ল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে,চবির, ভর্তি আবেদনের,সময় বাড়ল

খাসখবর শিক্ষাঙ্গণ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদনের সময়সীমা আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

thai foods

সময়সীমা ৩০ এপ্রিল থেকে আগামী ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর ৯ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের টাকা জমা দেওয়া যাবে।

বুধবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডিনস ও ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম জানান, আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আজ (২৯ এপ্রিল) সাড়ে ১২টা পর্যন্ত আবেদন করেছেন ১ লাখ ৬৯ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এর আগে গত ১২ এপ্রিল বেলা ১১টা থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয় যা শেষ হওয়ার কথা ছিল ৩০ এপ্রিল। তবে করোনার কারণে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্ভারজনিত ত্রুটির জন্য এ সময়সীমা বাড়ানো হয়েছে।

এবারের পরীক্ষা সশরীরে ক্যাম্পাসে মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২ ও ২৩ জুন ‘বি’ ইউনিট, ২৪ ও ২৫ জুন ‘ডি’ ইউনিট, ২৮ ও ২৯ জুন ‘এ’ ইউনিট ও ৩০ জুন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১ জুলাই উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ৫ এপ্রিল থেকে এ আবেদন শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে ১২ এপ্রিল থেকে আবেদন শুরু হয়।

খখ/প্রিন্স

আগেচট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত কমলেও বেড়েছে মৃত্যু : একদিনে ৮
পরেচট্টগ্রামে অয়েল ট্যাংকারে আগুন : দুজনের মৃত্যু, দগ্ধ ৩