৩৯ বছরে পা রাখলেন কোয়েল মল্লিক!

টালিউডের,রঞ্জিত মল্লিক,কোয়েল মল্লিক,জন্মদিন

খাসখবর বিনোদন ডেস্ক : টালি কুইন খ্যাত কোয়েল মল্লিক ৩৯ বছরে পা রাখলেন। গেল ২৮ এপ্রিল ছিল তার ৩৯তম জন্মদিন।

thai foods

সাফল্যেরর সাথে ৩৮টি বছর পার করলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক।

১৯৮২ সালের ২৮ এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতায় জন্ম নেয়া কোয়েল শুটিং, বাড়ি, সংসার, সন্তান সামলে তিনি এখন অনেক নারীর আদর্শ। তাই জন্মদিনেও নায়িকার সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা।

স্বামী নিসপাল সিং রানে ও ছেলে কবীরকে নিয়েই দিন কাটছে তাঁর। ছেলে ছোট তাই কাজ ছাড়া বাড়ি থেকে একদমই বের হচ্ছেন না কোয়েল। কিছুদিন আগে মুক্তি পায় তাঁর ছবি ‘ফ্লাইওভার’। ছেলে কবীরের ঘুমোনোর সময়ে ছবির প্রমোশন করেছেন নায়িকা।

‘রক্ত রহস্য’ ছবিতে স্বর্ণজা চরিত্রে বেশ মানিয়েছিল তাঁকে। ছবিটি বেশ প্রশংসিত হয় দর্শক মহলে, তাঁর অভিনয়ও বেশ প্রশংসিত হয় দর্শক মহলে।

অরিন্দম শীলের ‘মিতিন মাসি’ ছবির মাধ্যমে তিনি অন্যধারার ছবিতে ব্যাক টু ব্যাক কাজ করতে শুরু করেন। দু’হাত দিয়ে দর্শক স্বাগত জানান মল্লিক বাড়ির মেয়েকে।

গণতান্ত্রিক অধিকার প্রয়োগে পিছপা হন নি কোয়েল। ভোট দিতে গিয়েছিলেন বাবা রনজিত মল্লিক ও মা দীপা মল্লিকের সঙ্গে। বাবা-মায়ের নয়নের মণি কোয়েল মল্লিক। মল্লিক বাড়িতেও একই রকম জনপ্রিয়। বাধ্য, অনুগত, সকলের সঙ্গে হাসি আনন্দে মেতে থাকেন।

৫ ফুট,৫ ইঞ্চি উচ্চতার কোয়েল মল্লিকের যেমন রূপ, তেমনই সুন্দর মন। সেটে যেমন সকলকে মাতিয়ে রাখতে পারেন, তেমনই কাজের সময়-কিন্ত সিরিয়াস, কোনো ঠা্ট্টা-ইয়ার্কি নয়, চিত্রনাট্যে মনোনিবেশ করেন কোয়েল মল্লিক।

আকর্যনীয় ফিগারের সুবাদে সব ধরণের পোশাকে মানায় কোয়েলকে। ভারতীয় পোশাক হোক বা ওয়েস্টার্ন ওয়্যার, সবেতেই সমান মানানসই কোয়েল মল্লিক।

নিজেকে নিয়ে একের পর এক এক্সপেরিমেন্ট করেছেন নায়িকা। সফলও হয়েছেন।কেরিয়ার, জীবন নিয়ে সুখে দিন কাটাচ্ছেন টলিউডের এরানী।

২০২১ এ মুক্তি পেয়েছে তাঁর ছবি ফ্লাইওভার। অভিমন্যু পরিচালিত ছবিতে বিদিশা নামের চরিত্র তাঁর মুকুটে নতুন পালক যোগ করেছে। একের পর এক পালক এইভাবেই জুড়ে যাক তাঁর মুকুটে। রূপবতী, গুনী এই টালিউড কুইনের প্রতি তার ভক্ত শুভানুধ্যায়ীদের এপ্রত্যাশা।

খখ/মো মি

আগেচসিকের গৃহিত পরিকল্পনা ও বাস্তবায়ন হতে হবে গণমূখী-মেয়র
পরেপাহাড়তলীতে ভাইয়ের ছুরিকাঘাতে খুন হলেন ছোট ভাই