পাহাড়তলীতে ভাইয়ের ছুরিকাঘাতে খুন হলেন ছোট ভাই

পাহাড়তলীতে, ছুরিকাঘাতে, খুন, ছোট ভাই,সৎ ভাই,জমি জমা
নিহতের স্বজনদের আহাজারি
thai foods

খাসখবর চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় জমি-জমার বিরোধের জেরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে ছোট ভাই।

thai foods

গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে পাহাড়তলী থানা সাগরিকা রোডে কাজী মসজিদের পেছনে আবদুল মোনাফের বাড়িতে হত্যাকান্ডটি ঘটে।

খুন হওয়া ছোট ভাইয়ের নাম কাউসার। তিনি স্থানীয় বাসিন্দা ও রেলওয়ের সাবেক কর্মচারী জমির আহমদের দ্বিতীয় স্ত্রীর সন্তান বলে জানা গেছে।

হত্যাকাণ্ডে পরপরই রাতে অভিযান চালিয়ে পুলিশ বড় পরিবারের ৩ ভাইকে আটক করেছে বলে থানা সূত্রে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বড় পরিবারের সাথে বিরোধ চলে আসছিলো। এনিয়ে পাড়া মহল্লা ও থানায় বেশ কয়েকবার শালিশী বৈঠক করেও সমস্যা মিমাংসার চেষ্টা করেছে পুলিশ।

এরই মধ্যে গত ২৭ মার্চ দলবল নিয়ে সৎ ভাই সাজ্জাদ হোসেন আমাদের অপর ভাই মাইনুদ্দিন উজ্জলকেও ছুরিকাঘাত করেছে। আজ বৃহস্পতিবার সে দলবল নিয়ে এসে আমার ভাই কাউসারের গলায় ছুরি চালায়।

মৃত্যু নিশ্চিত করতে সে ভাইয়ের পেটেও ছুরিকাঘাত করা হয়েছে। সৎ ভাই সাজ্জাদের সন্ত্রাসী কর্মকান্ডে আমরা নিরুপায় হয়ে পড়ি,বাঁচাতে পারিনি আমার ভাই কাউসারকে। আমরা এই হত্যার বিচার চাই। সাজ্জাদের ফঁাসি চাই।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ইমাম হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পাহাড়তলী থানা পুলিশ তাৎক্ষণিক ৩ জনকে আটক করেছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি বলেন নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

খখ/প্রিন্স

আগে৩৯ বছরে পা রাখলেন কোয়েল মল্লিক!
পরেইসরায়েলে ধর্মীয় উৎসবে পায়ের নিচে চাপা পড়ে ৩৮ জনের মৃত্যু