খাসখবর বৃহত্তর চট্টগ্রাম : খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে পানছড়ির লতিবান ইউনিয়নের কারিগড় পাড়া এলাকায় বাঁধে গোসল করতে নামলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুজন আপন সহোদর ভাই। নাম মরাম ত্রিপুরা ও আব্রাহাম ত্রিপুরা। তারা দুজনই ওই এলাকার সুমন ত্রিপুরার সন্তান। নিহত অপর শিশু সন্তানটি একই গ্রামের তপন ত্রিপুরা সন্তান প্রাণটি ত্রিপুরা।
জানা গেছে, শুক্রবার সকালে পার্শ্ববর্তী খালের বাঁধে তিন শিশু গোসল করতে নামলে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শ্যামল চাকমা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুদের মৃত্যু হয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, সকালে ওই তিন শিশু বাড়ির পাশে একটি ছড়ায় গোসল করতে যায়। বাড়ি ফিরে না আসায় গ্রামবাসী তাদের খুঁজতে বের হয়। পরে ছড়া থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেনে আসে। তবে এই ঘটনায় এখনো কোনো অপমৃত্যুর মামলা হয়নি বলেও জানান ওসি দুলাল হোসেন।
খখ/প্রিন্স