খাসখবর বিভাগীয় ডেস্ক : নোয়াখালী জেলা পৌর সদরের মাইজদী ৩ নম্বর ওয়ার্ডের সুপার মার্কেট সংলগ্ন এলাকার রাস্তায় বসে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিল রাহী নামে এক যুবক।
পবিত্র রমজান মাসে প্রকাশ্যে কাজটি করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে পথচারী প্রত্যক্ষদর্শীরা। তারা রাহী নামের ওই যুবককে বিক্রি বন্ধ করে সেখান থেকে চলে যাওয়ার জন্য বার বার অনুরোধ করলেও সে কর্ণপাত করেনি।
পরে ক্ষুদ্ধ এক পথচারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ তে ফোন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সুধারম থানা পুলিশের একটি টিম। শিয়ালের মাংসসহ হাতে নাতে আটক করা হয় ওই যুবককে।
আটক রাহী নোয়াখালী সদর উপজেলার মোল্লা কাঠপট্টির লিটনের ছেলে বলে জানা গেছে।
গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন সুধারম থানার ওসি সাহেদ উদ্দিন। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরের পর আটক যুবককে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
খখ/প্রিন্স