রাঙ্গুনিয়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেল কিশোর

রাঙ্গুনিয়ায়, ধান কাটতে, বজ্রপাতে,কিশোর

খাসখবর গ্রামগঞ্জ : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজের জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতের আঘাতে মারা গেছে ওমর ফারুক রিফাত (১৭) নামের এক কিশোর। একই ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৪ জন।

thai foods

গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক উপজেলার ১০ নম্বর পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী গ্রামের খোরশেদ আলমের ছেলে।

আহতরা হলেন- মো. শরিফ উদ্দিন (১৭), মো. রুকন উদ্দিন (২৫), নুরু মিয়া (১৯) ও মো. ওয়াজেদ (১৯)। আহতদের মধ্যে শরিফ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

স্থানীয়সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জমিতে ধান কাটার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় হঠাৎ একটি বজ্রপাত এসে পড়ে কয়েকজনের উপর।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। তাছাড়া আহত কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মাহবুব মিল্কি। তিনি বলেন, বজ্রপাতে ওমর ফারুক রিফাত নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

খখ/প্রিন্স

আগেরমজান মাসে প্রকাশ্য রাস্তায় শিয়ালের মাংস বিক্রি : ৯৯৯তে কল,যুবক আটক
পরেকরোনা সংকট শুরু থেকে কর্মহীন মানুষের পাশে আছে আ.লীগ-নওফেল