কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কয়েক জায়গায়

কালবৈশাখী ঝড়ও হাওয়া বইবে শনিবার

খাসখবর আবহাওয়া ডেস্ক : দাবদাহ চলছে সারাদেশেই।ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশজুড়ে চলা এ তাপদাহ গত ৭ বছরের রেকর্ড ভেঙ্গেছে।

thai foods

আজ দেশের দুই অঞ্চল ও ৬ বিভাগে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে এই ২৪ ঘণ্টা পরবর্তী ৩ দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

তাপপ্রবাহের পূর্বভাসে বলা হয়েছে, চট্টগ্রামের সীতাকুণ্ড, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও রাজশাহী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি।

খখ/মো মি

আগেইসরায়েলে ধর্মীয় উৎসবে পায়ের নিচে চাপা পড়ে ৩৮ জনের মৃত্যু
পরেভাসানচরে যাওয়ার পথে চট্টগ্রাম বহির্নোঙ্গরে ডুবল পাথর বোঝাই বাল্কহেড