খাসখবর চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নতুন ব্রিজ থেকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের পাথর বোঝাই করে ভাসানচরে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে একটি বাল্কহেড ডুবে গেছে।
শুক্রবার ভোর সাড়ে ৩টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবেছে এমভি পিংকি নামের এ বাল্কহেডটি। ডুবে যাওয়া এমডি পিংকি বাল্কহেড থেকে ৫ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পতেঙ্গা লাইট হাউস থেকে ২ নটিক্যাল মাইল দূরে চলমান অবস্থায় বাল্কহেডটির ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা লাগে।
এ সময় বাল্কহেডটিতে থাকা ৫ জন ক্রুর মধ্যে একজন সমুদ্রে লাফিয়ে পড়ে। পরে ৪ জন নাবিককে বাংলাদেশ কোস্টগার্ডের হাইস্পিড বোট ‘স্টিংরে’ উদ্ধার করে।
এছাড়া জাহাজ থেকে লাফ দেওয়া এক নাবিককে এমভি নাফিজা জাহান নামের একটি জাহাজ উদ্ধার করে। উদ্ধারকৃতদের কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় লে. কমান্ডার আমিরুল হক।
খখ/প্রিন্স