সিসিউতে খালেদা জিয়া

সিসিউতে, খালেদা জিয়া
ছবি : সংগৃহিত
thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক : হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বেগম খালেদা জিয়াকে সিসিউতে নেয়া হয়েছে। গত কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

thai foods

তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৩ মে) রাত ৮টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

এ জেড এম জাহিদ হোসেন গনমাধ্যমকে বলেন, সকালে ম্যাডাম কিছুটা শ্বাসকষ্ট অনুভব করছিলেন।বিকালে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সেগুলো রিপোর্ট পর্যালোচনার পর বিস্তারিত জানা যাবে। তার অবস্থা এখন একটু ভালো মনে হচ্ছে।

এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়।

করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পর খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয়েছিলো কিন্তু ফলাফল পজিটিভ আসে। এরপর ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে খালেদা জিয়ার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন।

খখ/মো মি

আগেদেশে আরো ৬৫ জন মারা গেল করোনার বিষে, একদিনে শনাক্ত ১৭৩৯
পরেপটিয়াতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক