চট্টগ্রামে আরও ১৯৮ জন আক্রান্ত হলেন করোনার বিষে, ৫ জনের মৃত্যু

করোনা,আক্রান্ত,মৃত্যু,শনাক্ত,চট্টগ্রামে

খাসখবর মহামারী : মহামারী করোনার তীব্রতা কমেও যেন কমছেনা। অনেকেই মনে করেছে লকডাউনে সুফল আসবে,কিন্তু তাও হচ্ছে না।

thai foods

মাঝে কোনদিন যায় মৃত্যুহীন,আবার শনাক্তও কমে শতকের নিচে। কিছুটা স্বস্তি এনে দিলেও ফের একই রুপে ফিরে আসছে মহামারী করোনা।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে মৃত্যু হয়েছে পাঁচজন কোভিড রোগীর। জেলায় এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা পৌছালো ৫৪০ জনে। এদিকে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৯৮ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে মঙ্গলবার (৪ মে) সকালে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয় গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ৩০৭টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত হয়েছে ১৯৮ জনের।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৩৭ জন এবং উপজেলায় ৬১ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ৪৭৮ জন।

সিভিল সার্জনের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩১ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ১৬ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩২ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

তাছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩ জন, শেভরন ক্লিনিকের ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮ এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) এ ২৬ জনের শরীরে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৬টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি। তবে মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

খখ/প্রিন্স

আগেবাংলাদেশ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে
পরেআরো ৩ দিন বৃষ্টি হতে পারে সারা দেশে