আরো ৩ দিন বৃষ্টি হতে পারে সারা দেশে

আবহাওয়া,বৃষ্টি হতে পারে. সারা দেশে

খাসখবর আবহাওয়া ডেস্ক : সারাদেশে তীব্র তাপদাহ শেষে বৃষ্টির পরশ পেয়েছে দেশের মানুষ। আগামী তিন দিন সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

thai foods

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আজ সর্বোচচ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খেপুপাড়া ও যশোরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামে আরও ১৯৮ জন আক্রান্ত হলেন করোনার বিষে, ৫ জনের মৃত্যু
পরেকরোনার ভয়াবহতায় স্থগিত হলো আইপিএল