বাঁশখালীতে পুলিশ কনস্টেবল পদে ১১ প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত: থানার ওসির শুভেচ্ছা বিনিময় 

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে মাত্র ১২০ টাকায় বাংলাদেশ পুলিশ বাহিনীর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১১ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। 

thai foods

চূড়ান্তভাবে মনোনীত ১১ জন প্রার্থীকে বাঁশখালী থানা প্রশাসনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বাঁশখালী থানার অফিসার ইনচার্জের অফিস কক্ষে অনুষ্ঠিত এক সভায় ওসি সাইফুল ইসলাম প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা খুবই ভাগ্যবান। আপনাদের উপর জনগণের জান-মাল, সম্মান ও নিরাপত্তা রক্ষার গুরু দায়িত্ব অর্পিত হয়েছে। প্রশিক্ষণকালীন সময়ে অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমেই একজন সৎ ও দক্ষ পুলিশ সদস্য হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যরা মেধা ও স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মো. আরিফ হোসেন।

নিয়োগপ্রাপ্ত কনস্টেবল পদে প্রার্থীরা হলেন: মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ জাইদ, ওয়াহেদুল ইসলাম, মোহাম্মদ ওসমান, আব্দুল্লাহ আল মারুফ, রাকিবুল হাসান রিসাত, মোহাম্মদ মাহামুদুল্লাহ, আলী আজগর, নুর মোহাম্মদ হৃদয়, ফরহাদ হোসেন বিপ্লব এবং মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।

খখ/মো মি

আগেতিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা
পরেখাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় হত্যাসহ তিন মামলা