নামের ভুলে বিনা দোষে ১৭ মাস জেল খেটে কারামুক্ত হলেন হাছিনা

নামের ভুলে,কারামুক্ত,মুক্তি,হাছিনা বেগম, আদালত

খাসখবর চট্টগ্রাম : নামের আংশিক মিল থাকায় পুলিশের ভুলে বিনা দোষে ১৭ মাস জেল খাটার পর অবশেষে কারামুক্ত হলেন টেকনাফের হাছিনা বেগম।

thai foods

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শরীফুল আলম ভুঁঞা ওই নারীকে মুক্তির আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কারাভোগকারী হাছিনা বেগমের আইনজীবী গোলাম মাওলা মুরাদ। তিনি বলেন, মঙ্গলবার সকাল এগারোটার দিকে কারা কর্তৃপক্ষ আদালতের নির্দেশনা অনুযায়ী প্রকৃত আসামি হাসিনা আক্তার ও নির্দোষ হাছিনা বেগমের ছবি সম্বলিত রেজিস্ট্রার পর্যবেক্ষণ করে আদালতে প্রতিবেদন দাখিল করে।

বিনা অপরাধে জেল খেটে মুক্তি পাওয়া হাছিনা বেগম কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইসমাইল হাজি বাড়ির হামিদ হোসেনের স্ত্রী। তিনি টেকনাফ পৌর সদরে একটি পানের দোকান চালাতেন।

পুলিশ ও কারাগারের প্রতিবেদন যাচাই শেষে আদালত অন্যের সাজা ভোগ করা হাসিনা বেগমকে মুক্তির নির্দেশ দেন। একই সাথে প্রকৃত আসামিকে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে জানালেন ওই আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।

এর আগে সম্প্রতি বিষয়টি চট্টগ্রাম মহানগর অতিরিক্ত ৫ম আদালতের নজরে আনেন অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ।

এ বিষয়ে তিনি বলেন, ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের কর্ণফুলী মইজ্যার টেক এলাকা থেকে পুলিশ ইয়াবাসহ হাসিনা আক্তারকে তার স্বামী এবং দুই শিশু সন্তানসহ গ্রেফতার করে।

কিন্তু ৯ মাস পর তারা জামিনে এসে পালিয়ে যায়। পরবর্তীতে এ মামলায় আদালতে ৬ বছরের সাজা ঘোষণা করলে নিজের নামের একাংশ এবং স্বামীর নামের মিলের কারণে ২০১৯ সালের ১৬ ডিসেম্বর ৪০ বছর বয়সী হাছিনা বেগমকে গ্রেফতার করে টেকনাফ থানা পুলিশ।

এতে হাছিনা বেগমের পরিবারে বিপর্যয় নেমে আসে। ছেড়ে যায় স্বামীও। দুই শিশু কণ্যা মানুষ হয় সাসু বাড়িতে আর বড় সন্তান চায়ের দোকান চালিয়ে মাকে ছাড়াতে মরিয়া। এমনকি মামলার খরচ চালাতে গিয়ে তাদের শেষ সম্বল বাড়ি ভিটাও বিক্রি করতে হয়েছে।

বিষয়টি সম্প্রতি চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পঞ্চম আদালতের নজরে আনলে এ বিষয়ে টেকনাফ থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত।

আদালত টেকনাফ থানা ও কারা কর্তৃপক্ষের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আজ তাকে মুক্তির আদেশ দিয়েছেন।

খখ/প্রিন্স

আগেঢাবির পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল : বসছে ডিনস কমিটি
পরেসীতাকুণ্ড ও ফেনীতে র‌্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার