খাসখবর বৃহত্তর চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড এবং ফেনী জেলা সদরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৪৩ কেজি দুশ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
আজ মঙ্গলবার (৪ মে) দুপুর একটার সময় চট্টগ্রামের সীতাকুন্ড উত্তর সলিমপুর বাইপাসমোড় এলাকা থেকে দুজন এবং একই দিন দুপুর আড়াইটার সময় ফেনী জেলা সদরের মোহাম্মদ আলী বাজারের একটি ফিলিং স্টেশনের সামনে থেকে অপরজনকে গ্রেফতার করা হয়।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাহিন্দ্র ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,সবুজ উদ্দিন (২৮),জহির আহম্মেদ (৫০) ও মো. ইকবাল হোসেন (৩২)।
তিন মাদক কারবারিকে গ্রেফতার করার তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড সলিমপুর এলাকা থেকে ৩২.২ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাহিন্দ্র ট্রাক জব্দ করা হয়।
পৃথক অপর অভিযানটি পরিচালিত হয় ফেনী সদর থানাধীন মোহাম্মদ আলী বাজারে। এ অভিযানে ১১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজন সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
খখ/প্রিন্স