করোনায় মৃত্যু-আক্রান্ত দুটোই কমেছে: সুস্থতা বেড়েছে দ্বিগুণ

খাসখবর মহামারী ডেস্ক: অনেক দিন পর স্বস্থির সংবাদ পাওয়া গেছে করোনা অপডেটে। করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যার পাশাপাশি আক্রান্তের সংখ্যাও কমেছে। বেড়েছে সুস্থতার হয়ও।

thai foods

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৯৬ জনের।

এ সময় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ১ হাজার ৮২২ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৬৯ হাজার ১৬০ জনে। বৃহস্পতিবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৬৯৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২ হাজার ১৬৩ জন। ২৪ ঘণ্টায় ২১ হাজার ৮২২ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৫৮৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৪৪ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২২ জন পুরুষ এবং ১৯ জন নারী। মারা যাওয়াদের মধ্যে হাসপাতালে ৪০ জন ও বাসায় ১ জন মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

খখ/মো মি

আগেকরোনা মোকাবিলায় চট্টগ্রামে ‘হ্যালো ডাক্তার’-কল দিলেই মিলবে সেবা
পরেপ্রধানমন্ত্রীর আহ্বানে করোনা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সারাদেশের মানুষ-নওফেল