খাসখবর নিজস্ব প্রতিবেদন : করোনার প্রথম থাবা থেকে দেশের মানুষ মুক্ত হতে না হতেই ২০২১ সালের শুরু থেকে আরো ভয়ংকর রুপ ধারণ করেছে এ মহামারীর দ্বিতীয় ঢেউ।
ইতিমধ্যে এ ভাইরাসে বিপর্যস্থ হয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। করোনার দ্বিতীয় হানাতে প্রতিদিনই রেকর্ড ভাঙ্গার খেলায় মেতেছে দেশটি। আক্রান্ত ও মৃত্যু দুটোই সমানতালে বেড়ে চলেছে দেশেটিতে।
ভারতের এমন পরিস্থিতি দেখে আমাদের দেশের মানুষও এখন আতঙ্কগ্রস্থ হয়ে পড়ছে। বিশেষ করে হতদরিদ্র মানুষরাই বেশি চিন্তিত হয়ে পড়েছে।
তবে দেশের সার্বিক কথা চিন্তা করেই এই পরিস্থিতি মোকাবিলা করতে ডাক্তারদের সমন্বিত করে নতুন এক উদ্যোগ নিয়ে টেলি মেডিসিন সার্ভিস চালু করেছে এক স্বপ্ন ঘেরা তরুন শিবু দাশ গুপ্ত। সার্ভিসটির নাম দিয়েছেন তিনি “হ্যালো ডাক্তার”
যেখানে কল দিলেই সরাসরি ডাক্তারের সাথে কথা বলে নেয়া যাবে প্রাথমিক চিকিৎসা। হতদরিদ্রদের ক্ষেত্রে মিলবে মেডিসিন সার্ভিসসহ চিকিৎসা সেবা। চট্টগ্রাম নগরে ২৪ ঘণ্টা এই চিকিৎসা সেবা দিতে প্রস্তুত থাকবে ‘হ্যালো ডাক্তার’।
তবে প্রাথমিক পর্যায়ে চট্টগ্রামে এই উদ্যোগ নিয়ে কাজ করে গেলেও উদ্দ্যেক্তাদের আগ্রহ আছে সারা বাংলাদেশের মানুষদের মাঝে এই সেবা ছড়িয়ে দিতে।
জানা যায়, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য শিবু তার নিজ উদ্যোগেই চট্টগ্রামের বেসরকারি হাসপাতালের প্রায় ৩৭ জন ডাক্তারদের সমন্বয়ে এই টেলি-মেডিসিন সেবা ‘হ্যালো ডাক্তার’ চালু করেছেন। এতে ডাক্তারদের সমন্বয়ক হিসেবে কাজ করছেন ডাঃ রিজওয়ানুল আনোয়ার মাশরাফি।
এ বিষয়ে ডা. মাশরাফি বলেন, করোনা মহামারীর এমন বিপর্যয়ের সময় মহৎ এ পদক্ষেপ গ্রহনের জন্য ছাত্রলীগ নেতা শিবুকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা কাজ শুরু করতে দেখেছি কিছু বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন সহযোগিতায় এই সেবা প্রদান কাজ আরও সহজতর হয়েছে।
এ প্রসঙ্গে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন এই তরুন উদ্যোক্তার ডাকে সাড়া দিয়ে সরকারি-বেসরকারি ডাক্তারদের সম্মিলিত উপস্থিতি নতুন এক আলো ছড়াবে। দেশের এই পরিস্থিতিতে হ্যালো ডাক্তার চালু করেছেন তারা যা প্রশংসনীয়।
সাবেক মেয়র আরও বলেন হত দরিদ্রদের পাশে দাঁড়াতে বিনামূল্যে মেডিসিন সার্ভিস চালু করার উদ্যোগ নিতে হবে। ‘হ্যালো ডাক্তার’ পরিচালনা করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করার কথাও বলেন তিনি।
এ সেবার প্রধান উদ্দ্যেক্তা শিবু দাশ গুপ্ত বলেন, সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন ভাই “হ্যালো ডাক্তার” এর পাশে দাঁড়িয়ে অনুপ্রেরণা ও নির্দেশনা দিয়েছেন।
আমরা আশা করি আপাতত করোনা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামে আমরা এই সেবা চালু করলেও ভবিষ্যতে সমগ্র বাংলাদেশের মানুষের জন্য এই সেবা নিয়ে কাজ করে যেতে পারবো।
“হ্যালো ডাক্তর” এ বিনামূল্যে টেলি মেডিসিন সহযোগিতা করার জন্য যে সকল ডাক্তার ২৪ ঘন্টা প্রস্তুত তারা হলেন, নিম্নে তাদের ফোন নাম্বার সহ প্রকাশ করা হল।
ডা. আহমদ রিজওয়ানুল ও আনোয়ার মাশরেফি- ০১৩১২২৫৩৫৩৩৯
ডা. শুদীপ্ত বিশ্বাস – ০১৬৭৫৭২২৬৫
ডা. নরেন চৌধুরী -০১৮৭৬৬৯৫১০২
ডা. ইবলুন ইসলাম -০১৬৭৫২৭০৭৯১
ডা. হাসিব রহিম -০১৮১৯১৭৩২৩১
ডা. সনেট -০১৫২১২২২০৪২
ডা. ইরফান -০১৯১২১০৮৫৮১
ডা. মুন্না -০১৮৭৬৮৭২০৬৮
ডা. শুভ চৌধুরী -০১৬৭৫৫২০৩০১
ডা. রিয়াজউদ্দিন বিপ্লব -০১৬৭৩৭৯৬০৩৩
ডা. মো. আকিল ইবনে তাহের -০১৮৩০৯২৯২৯৪
ডা. নাজমুজ সাকিব -০১৫৩৫৭৩৪০৯৮
ডা. মো. শোকেত ইমরান আর -০১৬৭৯৭৩৬৬৮১
ডা. মো. আবদুল্লাহ আল নোমান – ০১৩১৯২১১০১৪
ডা. মো. ফরহান হাসিন হায়দার -০১৮৩৮২৫২৬৬১
ডা. নাজমুল হুদা তুষার -০১৬৭৬১৩৩৮১৪
এছাড়াও ডাঃ মোঃ ইমরান শওকত,ডাঃ রাতুল দত্ত, ডাঃ শাকিল মাহমুদ, ডাঃ মোঃ নেজাম উদ্দিন, ডাঃ নোবেল শরিফ, ডাঃ রবিউল হুসাইন, ডাঃ মোঃ মাসুদ, ডাঃ মোঃ পারভেস, ডাঃ নাহিদ হোসেইন শোভন সহ মোট ৩৭জন ডাক্তার সেবা প্রদান করবেন।
খখ/প্রিন্স