খাসখবর চট্টগ্রাম : তিন তলা ভবনে মেরামত কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা গেছে রাজমিস্ত্রী। আজ শুক্রবার (৭ মে) সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা উত্তর কাট্টলী গার্লস স্কুলস্থ মকবুল মাস্টারের বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাজমিস্ত্রীর নাম দিদারুল আলম (৪৫)। তার গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার নিজামপুর গ্রামে। পেশাগত কাজে তিনি স্ত্রী ও কন্যা নিয়ে সীতাকুণ্ডের কালু শাহ মাজার এলাকায় থাকতেন।
তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া। তিনি বলেন, শুক্রবার সকালে আকবরশাহ কাট্টলী এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি তার সহকর্মীদের বরাতে বলেন, তিনতলা একটি বাড়ি মেরামতের কাজ করার সময় ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ চমেক হাসপাতালেই আছে জানায় শীলব্রত বড়ুয়া।
খখ/প্রিন্স