খাসখবর চট্টগ্রাম : নাশকতার মামলার পরোয়ানামূলে জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ ও চান্দগাঁও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
বাঁশখালী থানার নাশকতার মামলায় জহিরুল ইসলামকে নগরীর টেরিবাজার এলাকা থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার জহিরুল বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াত ইসলামের আমির।
এ তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্ত্তী গণমাধ্যমকে বলেন, বাঁশখালী থানার একটি নাশকতা মামলায় জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং পরে থানা পুলিশের হাতে তাকে হস্তান্তর করা হয়।
এদিকে নগরীর ষোলশহর এলাকা থেকে ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড জামায়াত ইসলামীর আমির মো. নূর হোসেন মাস্টারকে গ্রেফতার করেছে নগরীর চান্দগাঁও থানা পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চান্দগাঁও থানার বিস্ফোরকের মামলা এবং মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি ও পুলিশের ওপর হামলার ঘটনা তদন্ত করতে গিয়ে সম্পৃক্তিা পাওয়ায় নূর হোসেন মাস্টারকে গ্রেফতার করে পুলিশ।
পরে তাকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে জানালেন চাঁন্দগাও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
খখ/প্রিন্স