ছাড়পত্র ও মানপত্র না থাকায় উচ্ছেদ হল চন্দনাইশের শাহ সুফি ব্রিকস

চন্দনাইশ ইটভাটা উচ্ছেদ

খাসখবর চট্টগ্রাম সংবাদ : চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রদত্ত লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্র কিছুই নেই তবুও কৃষি জমি ও পাহাড় থেকে মাটি নিয়ে উৎপাদিত হয়ে আসছে ইট।

thai foods

আজ বুধবার (২৪ মার্চ) অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযানে গিয়ে চন্দনাইশ উপজেলার রওশনহাটের উত্তর পার্শ্বে আজমবাড়ি সড়কে অবস্থিত শাহ সুফি ব্রিকস ম্যানুফাকচার্স (এসবিএম) ইট ভাটায় এধরনের নানা অনিয়ম অভিযোগ ধরা পড়ে। পরে ইটভাটাটি উচ্ছেদ করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের তথ্যানুযায়ী চন্দনাইশ উপজেলায় অধিকাংশ ইটভাটা অবৈধ। পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা উচ্ছেদ করা হবে।

খখ/প্রিন্স

আগেবোয়ালখালী হাসপাতালে কর্মরত থেকেও অন্যত্র সেবা দেন ৪ চিকিৎসক ও ৫ নার্স
পরেবোয়ালখালীতে মুখে মাস্ক না পড়ে জরিমানা দিল ৬ পথচারী