বোয়ালখালীতে মুখে মাস্ক না পড়ে জরিমানা দিল ৬ পথচারী

বোয়ালখালী মুখে মাস্ক নেই জরিমানা

খাসখবর বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালীতে মুখে মাস্ক না পড়ে ভ্রাম্যমান আদালতের কাছে ধরা পড়ে জরিমানা দিতে হয়েছে ৬ পথচারীকে।

thai foods

আজ বুধবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা সদরের ফুলতল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার।

তিনি জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বোয়ালখালীতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মুখে মাস্ক না পড়ায় ৬ পথচারীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা টাঙানোর জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে।

খখ/পূজন/প্রিন্স

আগেছাড়পত্র ও মানপত্র না থাকায় উচ্ছেদ হল চন্দনাইশের শাহ সুফি ব্রিকস
পরেসুয়েজ খালে আটকে গেল মালবাহী জাহাজ, সমুদ্রে ট্র্যাফিক জ্যাম