দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১,৬৮২

করোনা আক্রান্ত দেশে শনাক্ত বাড়ছে ভাইরাস মহামারি

খাসখবর মহামারী ডেস্ক : দেশে মহামারী করোনায় আক্রান্তদের থেকে নতুন করে আরো ৩৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

thai foods

আজ শুক্রবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৮৩৩ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ১৪ জন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে শূন্য থেকে চল্লিশ বছর বয়সী একজন, চল্লিশ থেকে ৫০ বছরের ৫ জন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্র্ধ্ব ২০ জন রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১ হাজার ৬৮২ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৮৯ শতাংশ।

এ নিয়ে মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জন। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪ হাজার ৩৪১ জন।

এর আগের দিন নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত ৪১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া একই সময়ে ১ হাজার ৮২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। গতদিনের হিসেবে আজ মৃত্যু এবং শনাক্তের সংখ্যা কমেছে।

খখ/প্রিন্স

আগেচট্টগ্রামে ২ জামায়াত নেতা গ্রেফতার
পরেএবার ঈদ আনন্দমেলায় ফেরদৌস-পূর্ণিমা