ঘোষিত হলো জাতীয় ফুটবল দল! ডাক পেয়েছে ৩৩ ফুটবলার

খাসখবর খেলা ডেস্কঃ বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে ঘোষণা করা হলো বাংলাদেশ ফুটবলের জাতীয় দল।

thai foods

করোনার মধ্যেই বিশ্বকাপ বাছাইয়ে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ও এশিয়ান বাছাইয়ের তিন ম্যাচের জন্য প্রাথমিক ক্যাম্পে ৩৩ ফুটবলার ডাকা হয়েছে। কোচ জমি ডে ইংল্যান্ড থেকে দুই সহকারীকে নিয়ে(১০ মে) সোমবার ঢাকায় ফিরছেন। কোচ আসার পর অনুশীলন শুরু হবে।

এখন লীগের খেলা চলছে। যারা ডাক পেয়েছেন তারা ক্লাবের খেলা শেষ হওয়ার দিনেই মাঠ থেকে সোজা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্যাম্পে উঠবেন। বসুন্ধরার যাওয়ার কথা রয়েছে এএফসি কাপে খেলতে, মালদ্বীপে। সেখানে যাওয়া নিশ্চিত হলে মালদ্বীপ হতে জাতীয় দলের খেলোয়াড়রা জুনে কাতারে গিয়ে বাংলাদেশ দলের ক্যাম্পে ঢুকবেন।

এবার প্রাথমিক দলে তেমন কোনো চমক নেই। নেপালের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টের সময় ক্যাম্পে ডাক পাওয়া ৩১ ফুটবলারের মধ্যে বাদ পড়েছেন আবাহনীর ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা। আর দলে ফিরেছেন বসুন্ধরার তপু বর্মণ, তারিক কাজী ও ইব্রাহিম। এবারও অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড় রাখা হয়েছে। পুলিশের ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েল রয়েছেন জেমির তালিকায়। লীগের দারুণ পারফরম্যান্স দেখিয়ে জায়গায় করে নিয়েছেন সিনিয়রদের মধ্যে। আগামী ২১ কিংবা ২২ জুন কাতারে যাওয়ার কথা রয়েছে।

প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ৩৩ ফুটবলারঃ

বসুন্ধরা কিংস আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তপু বর্মণ, মোহাম্মদ ইব্রাহিম, তারিক কাজী (বসুন্ধরা কিংস)। গোলকিপার শহিদুল আলম সাহেল, সোহেল রানা, সাদ উদ্দিন (আবাহনী)। রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া (সাইফ স্পোর্টিং)।মেহেদী হাসান, মেহেদী হাসান রয়েল, ইমন (মুক্তিযোদ্ধা)। গোলকিপার আশরাফুল ইসলাম রানা, আবদুল্লাহ (শেখ রাসেল)। মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন (চট্টগ্রাম আবাহনী)। হাবিবুর রহমান সোহাগ (মোহামেডান)। রেজাউল করিম (শেখ জামাল)। সুমন রেজা (উত্তর বারিধারা)। মোহাম্মদ জুয়েল (পুলিশ এফসি)। অনূর্ধ্ব-২৩ দলের ৫ ফুটবলার নেয়া হয়েছে এবার হলেন উত্তর বারিধারার গোলকিপার মিতুল মারমা, মোহামেডানের আতিকুজ্জামান, সাইফের আবু শাহেদ, ইমরান হাসান রিমন, ফয়সাল আহমেদ ফাহিম।

খখ/মো মি

আগেদেশের ও মানুষের ক্ষতি হয় এমন সংবাদ প্রকাশ না করায় মঙ্গল-মোছলেম উদ্দিন
পরেতাসলিমা নাসরিন করোনায় আক্রান্ত