খাসখবর গ্রামগঞ্জ : চট্টগ্রাম-৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ‘এলাকার উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার সংবাদ তুলে ধরলে আরো বেশি কাজ করার স্পৃহা তৈরি হবে। দেশের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয় এমন সংবাদ প্রকাশ না করায় মঙ্গল।
রবিবার (৯ মে) দুপুরে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো.নুরুল আমিন, সহ-সভাপতি মো.রেজাউল করিম বাবুল, বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
খখ/পুজন/প্রিন্স