পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক’ – রাজ্যপাল

খাসখবর আন্তর্জাতিক ডেস্কঃ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিশাল জয়ের পরও প্রতিহিংসা থেমে থাকেনি। নির্বাচন পরবর্তী সহিংসতায় এপর্যন্ত প্রান হারিয়েছেন ২০ জনের মতো। এদের অধিকাংশই তৃণমূল কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলের কর্মী।

thai foods

এঅবস্থায় ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতার পরিস্থিতি দেখতে পশ্চিমবঙ্গে এসেছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চার জনের প্রতিনিধিদল।

এরই মধ্যে আরো চাপ বাড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মমতার মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের পর তিনি গতকাল(১০ মে) সোমবার রাতে বলেছেন, পশ্চিমবঙ্গ রাজ্যের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে তিনি রাজ্য সফরে যাবেন।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মমতা ব্যানার্জির সরকারের ওপর চাপ বাড়িয়ে চলেছে বিজেপি পরিচালিত ভারত সরকার। বিজেপির পক্ষ থেকে বারবার ‘পরিস্থিতি উদ্বেগজনক’ মন্তব্য করে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তোলা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে চার সদস্যের যে প্রতিনিধি দলকে কেন্দ্র পাঠিয়েছে তারা কেন্দ্রে ফিরে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রিপোর্ট দেবে।

খখ/মো মি

 

 

আগেটাকায় মিললো করোনাভাইরাস!
পরেরোগ প্রতিরোধ ও রূপচর্চায় লিচুর উপকারিতা জেনে নিন