খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড়ে সিটি ব্যাংকের সামনে রিক্সা আরোহী ৩৭ বছর বয়সী এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ মার্চ) আন্দরকিল্লা ও হাজারী গলি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ছিনতাইকৃত স্বর্ণের চেইনও উদ্ধারও করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আলাউদ্দিন (২২) ও সুবল মহাজন (৩৫)। এরমধ্যে আলাউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সামশুল হকের ছেলে এবং সুবল মহাজন রাউজান নোয়াপাড়ার হারাধন মহাজনের ছেলে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, গত ২৩ মার্চ ভুক্তভোগী ইন্দিরা ধর (৩৭) হাজারী গলিতে কিছু কেনাকাটা করে রিক্সায় করে বাসায় যাচ্ছিলেন। এসময় আন্দরকিল্লা মোড়ে সিটি ব্যাংকের সামনে পৌঁছালে মো. আলাউদ্দিন রিক্সার পেছনে তার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেয়।
পরে আন্দরকিল্লা মসজিদ রোডের দিকে দ্রুত পালিয়ে যায় আলাউদ্দিন। ইন্দিরা ধর পিছু পিছু ধাওয়া করলেও আসামি দৌড়ে লোকের ভিড়ে মিশে যায়।
এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। অভিযোগের সূত্র ধরে পুলিশ নগরীর আন্দরকিল্লা মোড় থেকে মো. আলাউদ্দিনকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাজারী গলির নিউ মুক্তা জুয়েলার্স নামক একটি দোকান থেকে ছিনতাইকৃত স্বর্ণের চেইনের ক্রেতা সুবল মহাজনকে গ্রেফতার করে।
এসব তথ্য নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে মো. আলাউদ্দিনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় এর আগেও ৫টি মামলা রয়েছে।
খখ/প্রিন্স