১৬ মের পর লকডাউন আরো বাড়ছে

খাসখবর জাতীয় ডেস্কঃ প্রতিদিনই ওঠানামা করছে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এর মধ্যে করোনায় ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় উদ্বেগ বাড়িয়েছে।

thai foods

এঅবস্থায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৬ মের পর থেকে আরও এক দফা লকডাউন বাড়ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১৩ মে) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। তিনি আরো জানান, মাস্ক পরাসহ স্বাস্থ্য বিধি কঠোর ভাবে মেনে চলতে পুলিশকে ম্যাজিস্ট্রিসি পাওয়ার দেয়ার চিন্তা ভাবনা চলছে।

এর আগে, মঙ্গলবার (১১ মে) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন চলমান ‘লকডাউন’ ঈদের পরে আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন।

দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সংক্রমণ এড়াতে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সারাদেশে গত ৫ এপ্রিল থেকে সাতদিনের লকডাউন শুরু হয়। লকডাউন শেষে দুদিন বিরতির পর গত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন শুরু হয়। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় ২৮ এপ্রিল আবারো লকডাউন বাড়িয়ে করা হয় ৫ মে পর্যন্ত। এরপর গত ৩ মে মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় আবারও লকডাউন বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত বহাল রাখার।

খখ/মো মি

 

 

 

 

আগে‘দোষারোপের রাজনীতি পরিহার করুন’- ওবায়দুল কাদের
পরে‘দেশের সকল নাগরিককে টিকার আওতায় নিয়ে আসবো’-প্রধানমন্ত্রী