‘দোষারোপের রাজনীতি পরিহার করুন’- ওবায়দুল কাদের

খাসখবর রাজনীতি ডেস্কঃ করোনাকালীন এই সংকটে রাজনৈতিক ব্লেম গেম থেকে বিরত থাকা সকলের দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

thai foods

তিনি আরও বলেন, দোষারোপের রাজনীতি পরিহার করুন। করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করুন।

তিনি বুধবার (১৩ মে) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব সরকারের সমালোচনার নামে এমন সব বিষয়ে অবতারণা করেন, যার জবাব আওয়ামী লীগকে দিতে হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যদিও যা জানতে চাই, তার জবাব তাদের কাছে পাই না।

তিনি বলেন, বেগম জিয়ার ভুয়া জন্মদিবস নিয়ে জাতির কাছে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার সঠিক জবাব বিএনপির পক্ষ থেকে আজও পাওয়া যাইনি।

বেগম জিয়া এখন অসুস্থ, তাই ১৫ আগস্টের মত নৃশংস হত্যা দিবসে তার ভুয়া জন্মদিন পালনের জন্য মির্জা ফখরুল ইসলাম জাতির কাছে ক্ষমা চাইবেন, এটাই মানুষ আশা করেছিলো বলেও মনে করেন ওবায়দুল কাদের। কিন্তু বিএনপি মহাসচিব তা না করে প্রতিদিনই এক একটা বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছেন।

সরকার নাকি বাংলাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে, বিএনপি মহাসচিবের এই বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপিই ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে,সরকার নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন ২০০১ সালে ক্ষমতায় আসার পর দেশের মানুষের উপর নির্যাতনের যে স্টিমরোলার চালিয়েছিল বিএনপি সরকার। ২১ হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করেছে। বিএনপির জামায়াত জোট সরকারের শাসনামলে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীর রক্তে দেশকে মৃত্যু উপত্যকায় বানিয়েছিলো। গুম, হত্যা, খুন, ধর্ষণ ও নির্যাতনের দেশে রূপান্তর করেছিলে তারা। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন ৭১’এর পাক-হানাদারের নির্যাতনকে হার মানিয়েছিল।

দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ২৬ মার্চ দেশের বিভিন্ন স্থানে হেফাজত যে তাণ্ডব চালিয়েছিলো তার সঙ্গে বিএনপি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল বলেও ওবায়দুল কাদের জানান।

খখ/মো মি

 

আগেকরোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তঃ মৃত্যু ৩১, শনাক্ত ১২৯০ জন
পরে১৬ মের পর লকডাউন আরো বাড়ছে