খাসখবর গ্রাম-গঞ্জ ডেস্কঃ ঈদের দিনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন ২ ব্যক্তি।
শুক্রবার (১৪ মে) বিকাল সাড়ে ৩টায় মরিয়মনগর ডিসি সড়কের লালানগর বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজাভুবন ফুলবাগিচা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাহেদুল ইসলাম (১৭) ও রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার অতিথি রঞ্জন বড়ুয়ার ছেলে উজ্জ্বল বড়ুয়া (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (১৪ মে) বিকাল সাড়ে ৩টার দিকে লালা নগর ইউনিয়নের বেড়িবাঁধ পদক্ষেপ অফিসের সামনে ধামাইরহাটগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল সিএনজি অটোরিকশাকে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে দুই মোটরবাইক আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক হিমাদ্রি চৌধুরী গনমাধ্যমকে জানান , হাসপাতালে আনার আগেই এই দু’জনের মৃত্যু হয়েছে।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব মিল্কি জানান, দুর্ঘটনা কবলিত মোটরবাইক দুটি থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
খখ/মো মি