শাহরুখ ও সালমান ভক্তদের জানালেন ঈদ শুভেচ্ছে!!!

খাসখবর বিনোদন ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন সব তারকারা ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন ঠিক তখন বলিউডের খ্যাতনামা দুই খানের পোস্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা।

thai foods

বলিউডের দুই স্তম্ভ যাঁদের নামেই একশ কোটির ক্লাবে পৌঁছে যায় ছবি। শাহরুখ খান ও সালমান খান ঈদের দিনে দুজনেই ভক্তদের জানালেন শুভেচ্ছা।

করোনা ভাইরাসের আঘাতে
কঠিন পরিস্থিতিতে রয়েছে দেশ। সেই সময় শাহরুখ খান সকলের সুস্থতা কামনা করলেন।

পোস্ট করলেন একটি ধুসর ছবি। গালে কাঁচা পাকা দাড়ি, চোখে সানগ্লাস। লিখলেন-‘বিশ্বের সকলকে ঈদের অনেক শুভেচ্ছা। ভগবান যেন আমাদের প্রত্যেককে এই কঠিন সময়ে লড়ার শক্তি দেন, একে অপরকে সাহার্য্য করার সামর্থ দেন দেশের সকলকে। একসঙ্গে আমরা এই লড়াইয়ে জয়ী নিশ্চয়ই হবো। ভালবাসি।’

অন্যদিকে সালমান খান আবার ভক্তদের কাছ থেকে রিটার্ন গিফট পেয়ে গিয়েছেন। বৃহস্পতিবারই(১৩ মে) অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘রাধে’। আর সেই ছবি প্রথম দিনেই রেকর্ড গড়েছে।

সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সালমান লেখেন-‘সকলকে ঈদের অনেক শুভেচ্ছা। সকলকে ধন্যবাদ আমাকে এত সুন্দর রিটার্ন গিফট দেওয়ার জন্য। আপনাদের সকলের ভালবাসায় ‘রাধে’ মোস্ট ওয়াচড ফিল্ম অন ফার্স্ট ডে-র শিরোপা পেয়েছে। চলচ্চিত্র জগত আপনাদের ভালবাসা ছাড়া অচল।’

এই রিটার্ন গিফট পেয়ে আনন্দে আত্মহারা সালমান। ঈদের দিনই একদম সাধারণ সাজে গেলেন টিকা নিতে। সূত্রের খবর এর আগেই প্রথম ডোজ নিয়েছিলেন সালমা,ন, এবার নিলেন দ্বিতীয় ডোজ। সেই ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই খানের শুভেচ্ছা পেয়ে তাঁদের ভক্তদের ঈদ হবে একেবার জমজমাট।

খখ/মো মি

আগেচট্টগ্রামে মোটরসাইকেল সংঘর্ষে নিহত হলেন ২
পরেআটক হয়েছে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী