আটক হয়েছে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ হেফাজতে জামায়াত ঢুকেছে, হেফাজতে ঢুকে নাশকতার ইন্দন দিচ্ছে জামায়াত এ-সব অভিযোগ একে একে প্রমাণিত হতে চলেছে অভিযুক্ত জামায়াত নেতাদের গ্রেফতারের মাধ্যমে।

thai foods

এবার হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবে প্ররোচনা ও ইন্ধন দেওয়ার অভিযোগে সাতকানিয়ার সাবেক এমপি ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে পুলিশ আটক করেছে।

শুক্রবার (১৪ মে) গভীর রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার বাসা থেকে তাকে আটক করা হয়। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন,
রাত ২টার দিকে শাহজাহান চৌধুরীকে আটক করা হয়েছে। গত ২৬ মার্চ হেফাজতের সহিংসতায় ইন্ধন দেওয়ার মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য শাহজাহান চৌধুরী ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে সাতকানিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এর আগে ২০১৮ সালে ৩ আগস্ট নগরের খুলশী এলাকা থেকে শাহজাহান চৌধুরী গ্রেফতার হলে পরে জামিনে মুক্তি পান।

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে হাটহাজারীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে হেফাজতে ইসলাম। এসময় হাটহাজারী ভূমি অফিসে আগুন দেওয়া,থানায় হামলাসহ ব্যাপক তান্ডব চালানো হয়।

পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা যায় ৪ জন। এ ঘটনায় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীসহ জামায়াত-বিএনপির নেতাকর্মীদের আসামি করে হাটহাজারী থানায় পুলিশ পৃথক ১০টি মামলা দায়ের করে।

খখ/মো মি

 

 

 

আগেশাহরুখ ও সালমান ভক্তদের জানালেন ঈদ শুভেচ্ছে!!!
পরেকরোনায় মারা গেলেন মুখ্যমন্ত্রী মমতার ভাই