আবারো ২৩ মে পর্যন্ত বাড়লো লকডাউন

খাসখবর জাতীয় ডেস্কঃ করোনা পরিস্থিতি আশানুরূপ উন্নতি না হওয়ায়, করোনার ‘ভারতীয় ধরন’ কে মাথায় রেখে সরকার আরো ১ সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়েছে। এসংক্রান্ত ফাইলে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

thai foods

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন শেষ হচ্ছে আগামীকাল রবিবার। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে রবিবার প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শনিবার (১৫ মে) গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

এর আগে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৬ মের পর থেকে আরও এক দফা লকডাউন বাড়ছে বলে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী জানান,দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সংক্রমণ এড়াতে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সারাদেশে গত ৫ এপ্রিল থেকে ১২ এপ্রিল সাতদিনের লকডাউন দেয়া হয়।
লকডাউন শেষে দুদিন বিরতির পর গত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন শুরু হয়। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

পরিস্থিতির উন্নতি না হওয়ায় ২৮ এপ্রিল আবারো লকডাউন বাড়িয়ে করা হয় ৫ মে পর্যন্ত। এরপর গত ৩ মে মন্ত্রিপরিষদের বৈঠকে আবারও লকডাউন বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেয়।

খখ/মো মি

 

 

 

 

আগেবাড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
পরেরবিবার ঢাকায় আসছে শ্রীলঙ্কান ওয়ানডে দল