রবিবার ঢাকায় আসছে শ্রীলঙ্কান ওয়ানডে দল

খাসখবর খেলা ডেস্কঃ  নতুন যুগে পা রাখছে শ্রীলঙ্কান ওয়ানডে দল। ব্যাটসম্যান কুশল পেরেরার নেতৃত্বে ১৮ সদস্যের দল কাল (১৬ মে) বাংলাদেশে আসছেন।ওয়ার্ল্ডকাপ সুপার লীগের তিনটি ওয়ানডে খেলবেন তারা।

thai foods

এ লক্ষ্যে রবিবার বাংলাদেশে আসছে শ্রীলঙ্কার ক্রিকেট দলটি। তাদের বহনকারী শ্রীলঙ্কা এয়ারলাইন্সের বিমানটি সকাল ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ঢাকায় নেমে তিনদিনের রুম কোয়ারেন্টাইনে চলে যাবে শ্রীলঙ্কা দল। দেশের থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে আসছেন লঙ্কানরা। বিমানবন্দর থেকে তাদের নিয়ে যাওয়া হবে হোটেল সোনারগাঁওয়ে।

১৯ মে মিরপুরের একাডেমি মাঠে তারা অনুশীলনে নামবে। ২১ মে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৩ মে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই দলের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুইটি ওয়ানডে ২৫ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ দিবারাত্রি অনুষ্ঠিত হবে।

১৮ সদস্যের দলে নেতৃত্বে নেবেন কুশল পেরেরা। বাংলাদেশ সিরিজেই শ্রীলঙ্কার দায়িত্ব পেয়েছেন এই ব্যাটসম্যান। ওয়ার্ল্ডকাপ সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। জিতলেই পাওয়া যাবে ১০ পয়েন্ট। হারলে ১০ পয়েন্ট হাতছাড়া হবে।

খখ/মো মি

 

 

 

 

 

 

 

 

আগেআবারো ২৩ মে পর্যন্ত বাড়লো লকডাউন
পরে‘বিএনপির উচিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো’-ড.হাছান মাহমুদ