‘বিএনপির উচিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো’-ড.হাছান মাহমুদ

খাসখবর রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় খালেদা জিয়া কারাগারের বাইরে ঈদ উদযাপন করেছেন।

thai foods

কিন্তু ঈদের দিনও বিষোদগারের রাজনীতি পরিহারে ব্যর্থ হয়েছে বিএনপি।কারাগারের বাইরে খালেদা জিয়া ঈদ করতে পারায় বিএনপির উচিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো।

শনিবার (১৫ মে) রাজধানীর মিন্টু রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ঈদের দিন জিয়ার মাজারে মির্জা ফখরুলের বক্তব্যের প্রতি সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান মাহমুদ বলেন, ‘অত্যন্ত দুঃখজনক যে, বিএনপি এবং তাদের মহাসচিব পবিত্র ঈদের দিনও হীন রাজনৈতিক বক্তব্য থেকে বেরিয়ে আসতে পারেননি, বিষোদগারের রাজনীতিটা তারা অব্যাহত রেখেছে।

দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারেই খালেদা জিয়ার ঈদ উদযাপন করার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় শাস্তি স্থগিত রেখে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন। তার তো হাসপাতাল নয়, কারাগারেই ঈদ করার কথা। এজন্য বিএনপির উচিৎ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো।’

করোনা মহামারি বিষয়ে সরকারের সমালোচনা করে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সরকারের ঠিক নীতির কারণেই ভারত, নেপালসহ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক ভালো বাংলাদেশের পরিস্থিতি। মানুষের জীবন ও জীবিকাকে সমন্বয় করে সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে, তার কারণেই করোনা নিয়ন্ত্রণে রয়েছে।

খখ/মো মি

 

 

 

 

 

 

 

 

 

আগেরবিবার ঢাকায় আসছে শ্রীলঙ্কান ওয়ানডে দল
পরে২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো