খাসখবর খেলা ডেস্কঃ প্রিয় স্বামী ছাড়া দূর দেশে ঈদ উদযাপন কি অসহনীয় তা হাড়ে হাড়ে বুঝেছেন সাকিবের স্ত্রী শিশির। তার দেয়া ফেসবুক স্ট্যাটাসে সেই আকুতি প্রকাশ পেয়েছে।
করোনা ভাইরাসের কারণে আইপিএল স্থগিত হওয়ায় ভারত থেকে দেশে ফিরে হোটেল সোনারগাঁওয়ে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
স্ত্রী-সন্তানদের দূরে রেখে এবার পাঁচ তারকা হোটেলে ঈদ উদযাপন করেছেন সাকিব। করোনার কারণে মা-বাবার সঙ্গে দেখা করার সুযোগ নেই।
সাকিব যখন বাংলাদেশে হোটেলবন্দি দিন কাটাচ্ছেন ঠিক তখন তার স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন। ঈদে সাকিবকে যে মিস করছে তার প্রমাণ পাওয়া গেল স্ত্রী শিশিরের লেখায়।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শিশির তিন সন্তানকে নিয়ে দুটি ছবি পোস্ট করেছেন। এক ছবিতে ছেলে আইজাহকে কোলে নিয়ে আছেন শিশির। আরেক ছবিতে তার সঙ্গী দুই কন্যা।
এই ছবির সঙ্গে শিশির লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আমাদের সন্তান আইজাহ’র প্রথম ঈদ, তোমাকে মিস করছি প্রিয় স্বামী।’
এদিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তারকা ক্রিকেটার সাকিব আল হাসান লিখেছেন, ‘এই ঈদে, আসুন আমরা আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে উদযাপন করি। সবার জীবনে বয়ে আনুক আশীর্বাদ ও আনন্দ। সবাইকে ঈদ মোবারক।’
খখ/মো মি