হাসপাতালের ফ্লোর পরিষ্কার করলেন এক মন্ত্রী!

খাসখবর ভিন্নখবর ডেস্কঃ মন্ত্রীরা সাধারণত ভিভিআইপি মর্যাদাধারী হয়ে থাকেন। আর ভিভিআইপিদের মর্যাদা তো ভিভিআইপিদের মতোই। না চাইতেই সব কিছু পাওয়া যায়। অসুস্থ হয়ে তো কথাই নেই, মিলবে বিশেষায়িত হাসপাতাল, করা হবে বিশেষভাবে চিকিৎসা।

thai foods

মন্ত্রী ছাড়াও এমপি বা অন্য ভিআইপিরা অসুস্থ হলে তাদের চিকিৎসাও করানো হয়ে থাকে বিশেষভাবে। আর এটাই যেন তাদের জন্য বিশেষ করে এই উপমহাদেশের অবধারিত নিয়ম।

কিন্তু এই নিয়মটা ভেঙে নতুন একটা বার্তা দিলেন পার্শ্ববর্তী দেশের এক মন্ত্রী।গতানুগতিকতাকে দূরে ঠেলে ব্যতিক্রমি এক উদাহরণ সৃষ্টি করলেন ভারতের মিজোরাম রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী।

এমনকি তিনি অসুস্থ হয়েও নিজ হাতে হাসপাতালের ফ্লোর পরিষ্কার করলেন। গেল ১৬ মে এ খবর প্রকাশ করেছে ভারতীয় কয়েকটি গণমাধ্যম।

গনমাধ্যম গুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন মিজোরামের বিদ্যুৎ মন্ত্রী আর লালজিরিয়ানা। তার সাথে স্ত্রী লালথংমাভিই ও সন্তানও করোনায় আক্রান্ত হন। গত ১১ মে তাদের শরীরে ভাইরাসটি ধরা পরে। তারও আগে ৮ মে সন্তানের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়।

প্রথমে নিজ বাড়িতে আইসোলেশনে থাকলেও পরবর্তীতে মন্ত্রীর হঠাৎ করে অক্সিজেন স্বল্পতা দেখা দিলে গত ১২ মে তাদের স্থানীয় জোরাম মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়। তারা এখনো হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত মন্ত্রী হাসপাতালের ফ্লোর পরিষ্কার করছেন, এমন একটি ছবি গত ১৪ মে টুইটারে শেয়ার করা হয়েছে। এরপর থেকেই এটি ভক্তদের প্রশংসায় ভাসছে।

বার্তা সংস্থা পিটিআইকে মন্ত্রী আর লালজিরিয়ানা বলেছেন, ফ্লোর পরিষ্কার করার মাধ্যমে চিকিৎসক এবং নার্সদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলা আমার উদ্দেশ্য নয়, বরং আমি উদাহরণ সৃষ্টির মাধ্যমে অন্যান্যদের বার্তা দিতে চেয়েছি।

কেবিন পরিস্কার করার জন্য প্রথমে সুইপারের খোঁজ করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, কিন্তু ওই মুহূর্তে তাকে পাওয়া যায়নি। তাই নিজেই এ কাজে নেমে পরি।

তাছাড়া ফ্লোর পরিষ্কার কিংবা গৃহস্থালীয় কাজ-কর্ম করা আমার জন্য নতুন নয়। বাড়ি কিংবা অন্যান্য স্থানে যখন প্রয়োজন হয় তখন এটা করে থাকি।

মন্ত্রী হওয়ার কারণে তিনি নিজেকে অন্যান্য সাধারণ মানুষদের থেকে ওপরের কেউ মনে করেন না ও ভাবেনও না, এমনটাই জানালেন মিজোরামের এই বিদ্যুৎ মন্ত্রী।

খখ/মো মি

আগেআমাদের সন্তান আইজাহ’র প্রথম ঈদ, তোমাকে মিস করছি প্রিয় স্বামী।’-শিশির
পরেফুসফুস কীভাবে সুস্থ রাখবেন? জেনে নিন