সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে বিশ্বসুন্দরীঃ মিস ইউনিভার্স হলেন অ্যান্ড্রিয়া মেজা

খাসখবর বিনোদন ডেস্কঃ সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে বিশ্বসুন্দরী হয়েছেন ২৬ বছর বয়েসী এক তরুনী। রূপে গুনে অনন্যা মেক্সিকান এ রূপসী অ্যান্ড্রিয়া মেজা হলেন ২০২০ সালের মিস ইউনিভার্স। বিশ্বের ৬৯তম মিস ইউনিভার্স হলেন তিনি।

thai foods

গেল রবিবার রাতে (১৭ মে)
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গ রাজ্যের সেমিনোল হার্ড রক হোটেল এন্ড ক্যাসিনোতে তাঁকে মিস ইউনিভার্সের মুকুট পরানো হয়।

মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়িনী দক্ষিণ আফ্রিকার জেজিবিনি তুনজি। এরপর মুকুট মাথায় ঝলমলে পরিবেশে লাল গাউন পরা এই রূপবতী মঞ্চে ক্যাটওয়ার্ক করেন।পরে তিনি অন্য প্রতিযোগীদের জড়িয়ে ধরেন।

এবার পরিচয় হওয়া যাক নতুন এই বিশ্বসুন্দরীর সঙ্গে। ২০২০ সালের মিস ইউনিভার্সের পুরো নাম আলমা অ্যান্ড্রিয়া মেজা কারমোনা। ২৬ বছরের এই তরুণীর জন্ম মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে।

৩ বোনের মধ্যে অ্যান্ড্রিয়া মেজা সবার বড়। স্কুলের গণ্ডি পেরিয়ে ভর্তি হন চিহুয়াহুয়া বিশ্ববিদ্যালয়। বিষয় ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং।বিশ্ববিদ্যালয়ের পাঠ সম্পন্ন করে তিনি হন সফটওয়্যার ইন্জিনিয়ার।

২০১৭ সালে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করে মেক্সিকোর একটি সংস্থায় কাজে যোগ দিয়েছিলেন এই বিশ্বসুন্দরী।

এরও ১ বছর আগে থেকে মডেলিং করা শুরু করেছিলেন অ্যান্ড্রিয়া মেজা। ২০১৬ সালে মিস ওয়ার্ল্ড মেক্সিকোর প্রতিযোগী হিসাবে নির্বাচিত হন তিনি। ওই বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শেষ পাঁচে পৌঁছেছিলেন এই রূপবতী।

২০১৭ সালে মেজা মিস ওয়ার্ল্ড মেক্সিকো হন। এরপর ওই বছর অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেক্সিকোর প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ওই বছর মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ভারতের মানুসি চিল্লর। আর দ্বিতীয় হয়েছিলেন অ্যান্ড্রিয়া মেজা।

এরপর তিনি ২০২০ সালে অংশ নেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। ২০২০ সালের প্রতিযোগিতা করোনা মহামারির কারণে স্থগিত ছিল এতো দিন। গত ১৬ মে মধ্যরাতে সেটি সম্পন্ন হয় ফ্লোরিডার একটি হোটেলে।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৭৪ জন প্রতিযোগীর মধ্যে থেকে প্রথম ২১ জনে উঠে আসেন মেজা। তারপর চলে আসেন প্রথম ১০ জনের মধ্যে।

এরপর এবার প্রথম ৫ জন প্রতিযোগীর মধ্যে জায়গা করে নেন তিনি এবং অবশেষে মিস ইউনির্ভাসের শিরোপা মাথায় তুলে নিলেন মেক্সিকান এই সুন্দরী।

প্রতিযোগিতায় বিচারকেরা তাঁকে প্রশ্ন করেছিলেন এভাবে -নিজের দেশের নেতা হলে কীভাবে এই মহামারি পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণ করতেন? উত্তরে- অ্যান্ড্রিয়া জানান, তিনি নেতা হলে সংক্রমণ অনেকটা ছড়ানোর আগেই লকডাউন করে দিতেন। কারণ তিনি মনে করেন মহামারির সঙ্গে লড়ার এটাই একমাত্র উপায়।

২০২০ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় চতুর্থ স্থানে রয়েছেন এক ভারতীয়। নাম অ্যাডলিনে কাস্টেলিনো।

এই নিয়ে মেক্সিকো থেকে ৩ জন মিস ইউনিভার্স হলেন। প্রথম মিস ইউনিভার্স হয়েছিলেন লুপিটা জোনস, দ্বিতীয় জন জিমেনা নাভারেটে,এবার হলেন অ্যান্ড্রিয়া মেজা।

খখ/মো মি

আগেনারদাকান্ডঃ মমতার ২ মন্ত্রীসহ গ্রেফতার ৪
পরে‘ইতিহাস বিকৃতির দিন শেষ হয়ে গেছে’-শেখ হাসিনা