খাসখবর আন্তর্জাতিক ডেস্কঃ নারদা অর্থ কেলেংকারী মামলায় গ্রেফতার হয়েছেন মমতার মন্ত্রীসভার দুই মন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্ত্রিসভার দুই মন্ত্রী সুব্রত মুখার্জি এবং ফিরহাদ হাকিমকে গ্রেফতার করেছে ভারতের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা সিবিআই।
একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী মদন মিত্র এবং কলকাতার সাবেক মেয়র শোভন চ্যাটার্জিকে। নারদা অর্থ দুর্নীতি মামলায় সোমবার (১৭ মে) সকালে তাদের গ্রেফতার করা হয়েছে।
ঘটনার পর সিবিআইর কলকাতার দপ্তর নিজাম প্যালেসে চলে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তিনি বলেন, গ্রেফতার দুই মন্ত্রীসহ তিনজনকে না ছাড়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। ঘটনায় বিজেপির প্রতিহিংসার রাজনীতি রয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস।
মন্ত্রী বা এমপিদের গ্রেফতার করতে সংশ্লিষ্ট বিধানসভা বা লোকসভার স্পিকারের অনুমোদন লাগে। এ ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের অনুমোদন নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস।
তবে সিবিআই সূত্রে জানা যায়, এ ক্ষেত্রে রাজ্যপাল জাগদীপ ধনকড় অনুমোদন দিয়েছেন।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, একই ঘটনায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর নাম থাকা স্বত্বেও তাদের ছাড় দেওয়া হয়েছে।
খখ/মো মি