কাভার্ডভ্যানের চাকার নিচে প্রাণ গেল সীতাকুণ্ড মাছ ব্যবসায়ির

সীতাকুণ্ড কাভার্ডভ্যাস চাকায় পিষ্ট মাছ ব্যবসায়ি

খাসখবর সীতাকুণ্ড সংবাদ : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে মো. আবুল হাসেম নামে ৫০ বছর বয়সী এক মাছ ব্যবসায়ি। কাভার্ডভ্যানের চাকার নিচে পিষ্ট হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

thai foods

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল পৌণে আটটার সময় উপজেলার ছোট কুমিরার গুল আহম্মদ জুট মিল এলাকার মহাসড়কে দূর্ঘটনাটি ঘটে।

নিহতের আবুল হাসেম কুমিরা মছজিদ্দা এলকার মৃত আবদুল হামিদের ছেলে বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, নিহত হাসেম ভ্যানগাড়ি করে মাছ বিক্রি করছিলেন, এসময় ঢাকামূখী একটি কাভার্ডভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দিলে চাকার নিচে পিষ্ট হয়ে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তাছাড়া ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে চালককে আটক করা হয়েছে জানিয়ে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বললেন হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত।

খখ/দুলু/প্রিন্স

আগেবাচ্চারা ভাল নেই : ঈদ পর্যন্ত বাড়তে পারে শিক্ষাঙ্গণের ছুটি
পরেচীনের হ্যাকারদের শতাধিক অ্যাকাউন্ট মুছে দিল ফেসবুক