খাসখবর সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে গলায় ফাঁস দিয়ে হৃদয় রায় (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
আজ শুক্রবার(২৬ মার্চ) সকাল দশটার সময় উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের বগুলা বাজার এলাকার মহাজনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক একই গ্রামের শংকর রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের ঘরের বিমের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
স্থানীয় এলাকাবাসী জানান, হৃদয় রায়ের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। দুজনের ভুলবুঝাবুঝিতে সে অভিমান করে গলায় ফাঁস দেয়।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল জানান, সম্ভবত পারিবারিক কলহের কারনে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করার চেষ্টা করে। তার পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়।
বিষয়টি আমি সীতাকুণ্ড মডেল থানাকে অবহিত করেছি। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত ব্যক্তির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে জানা যায়।
খখ/প্রিন্স