ফেসবুকে কি হল? সমস্যায় ব্যবহারকারী

ফেসবুক বিভ্রাট সমস্যা ব্যবহারকারী

খাসখবর প্রযুক্তি ডেস্ক : হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় প্লাট ফরম ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যবহারকারীরা। শুক্রবার বিকাল থেকেই দেশের বিভিন্ন এলাকায় এ সমস্যা দেখা দিয়েছে।

thai foods

একে অন্যকে ফোন করে জানতে চাইছে কি হয়েছে ফেসবুকে? কেউ কেউ বলছেন বিকেল থেকে ফেসবুকে ঢোকা যাচ্ছে না। আবার কখনো কখনো টাইম লাইন আসলেও তা এতই স্লো যে কোন ধরনের পোস্ট বা শেয়ার করা যাচ্ছে না।

তবে আন্তর্জাতিকভাবে ফেসবুক সার্ভারে কোনো সমস্যার অভিযোগ বা কোনো সমস্যার কোনো খবর এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। ফেবুকের সেবায় কি ত্রুটি হয়েছে তাও সঠিকভাবে এখনো জানা যায়নি।

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার বাসিন্দা নারায়ন সূত্রধর বলেন, আজ শুক্রবার বিকেল থেকেই হঠাৎ করে ফেসবুকে বিভ্রাট দেখা দিয়েছে। চকবাজার এলাকার সপ্নিল বড়ুয়া বলেন, তিনি ঘন্টা খানেক চেষ্টা করেও ফেসবুকে লগইন করতে পারছে না।

ঢাকার মতিঝিল এলাকার মনিকা জানায় তিনি তার ফেসবুক ওয়ালে কোন ধরনের পোস্ট করতে পারছেন না। খাতুনগঞ্জের সোহরাব জানিয়েছেন শুক্রবার বিকেল থেকে তিনি ফেসবুকের কোন কনটেন্ট বা পোস্ট শেয়ার করতে পারছেন না।

অক্সিজেন এলাকার শহীদুল হক জানায় সে শুক্রবার রাত ১০টার দিকেও মেসেঞ্জারে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। নোটিস আসছে তার কানেকশন পাওয়া যাচ্ছে না।

বিষয়টি নিয়ে একাধিক ইন্টারটে গেটওয়ে (আইআইজি) অপারেটরের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এর কারণ জানাতে পারেননি।

খখ/প্রিন্স

আগেলাশের অপেক্ষায় নেতারা, শনিবার সারাদেশে বিক্ষোভ-রবিবার হরতাল
পরেআমরা তোমাদের ভুলব না’ গানটি বাংলায় উচ্চারণ করেন মোদি