জেমস বন্ডের ২৪ সিনেমা ৮৫ হাজার টাকায়!

জেমস বন্ডের সিনেমা

খাস খবর হলিউড : হলিউড মুভিতে জেমস বন্ড এক সাড়া জাগানো নাম। জেমস বন্ডের সিনেমা মানেই একটা ক্রেজ। হাতে বন্দুক, চোখের চাহনিতে অদ্ভুত তেজ।

thai foods

একেবারে অ্য কশন প্যাকড (action-packed)। শুরু সেই ১৯৫২ সাল থেকে। তারপর একে একে জেমস বন্ড জ্বরে কাবু হওয়ার মতো ছবি।

বদলেছে ছবির স্টাইল, বদলেছে জেমস বন্ড। তবে অপরিবর্তিত রয়েছে চিত্রনাট্যে ধরন। ২০১৫ সালে সর্বশেষ মুক্তি পেয়েছে জেমস বন্ডের ছবি ‘স্পেকটর’। তবে এবছরই ছবি মুক্তি পাবে ‘নো টাইম টু ডাই’। এই ছবি নিয়ে জেমস বন্ডের ছবির সংখ্যা দাঁড়াবে ২৫-এ।

ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর। আর জেমস বন্ডের ২৫টি ছবির জন্যই ‘নার্ড বিয়ার ডট কম’ নিয়ে এসেছে দারুন অফার।

১ হাজার মার্কিন ডলার খরচ করলেই (অর্থাৎ যা বাংলাদেশী টাকায় ৮৫ হাজার টাকার মতো) আপনি দেখতে পাবেন ২৪টি জেমস বন্ডের সিনেমা।

ছবির তালিকায় রয়েছে-‘ডক্টর নো’,’ফ্রম রাশিয়া উইথ লাভ’, ‘গোল্ড ফিঙ্গার’, ‘থান্ডার বল’, ‘ইউ অনলি লিভ টোয়াইস’, অন হার ম্যাজেস্টি সিক্রেট সার্ভিস’, ‘ডায়মন্ডস আর ফর এভার’, ‘লাইভ এন্ড রেট ডাই’, ‘দ্য ম্যান উইথ গোল্ডেন গান’, ‘দ্য স্পাই হু লাভড মি’, ‘মুনরকার’, ‘ফর এনাফ’, ‘ডাই এন আদার ডে’, ‘ক্যাসিনো রয়্যাল’, ‘কুয়ান্টাম ফর সোলেস’, ‘স্কাইফল’, ‘স্পেকটর’।

খখ/মোহন মিন্টু/প্রিন্স

আগেমোদির সঙ্গে মাশরাফি-সাকিব-জয়া ও নুসরাতসহ এক ঝাক তারকা
পরেসনাতনী পরিবারে হামলার প্রতিবাদে পটিয়া হিন্দু মহাজোটের ব্যতিক্রমী প্রতিবাদ