খাসখবর চট্টগ্রাম ডেস্ক : দিন যতই যাচ্ছে চট্টগ্রামে করোনা পরিস্থিতি ততই যেন বিস্ফোরিত হচ্ছে। দৈনিক শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা এক লাফে সাড়ে তিনশ ছাড়িয়ে গেছে, যা চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি।
তবে গত ২৪ ঘন্টায় অন্যান্য দিনের তুলনায় নমুনা পরীক্ষাও বেড়েছে। শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের সাতটি ল্যাবে ২ হাজার ৯শ ৫৬ জনের নমুনা পরীক্ষা হয়।
একদিনে করোনার বড় এ লাফে চট্টগ্রাম জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ছাড়িয়ে গেছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯ হাজার ১শ ৮ জনে। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায় নি।
শনিবার (২৭ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। তিনি বলেন শুক্রবার ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩৫৩ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
এদের মধ্যে ২৯৪ জন নগরীর ও ৫৯ জন বিভিন্ন উপজেলার। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৯ হাজার ১০৮ জন। সর্বমোট মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। এর মধ্যে ২৮১ জন নগরীর ও ১০৩ জন বিভিন্ন উপজেলার।
শনিবার (২৭ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় এদিন জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। এদিন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে কোন নমুনা পরীক্ষা হয়নি।
শুক্রবার ২৪ ঘন্টায় চট্টগ্রামে সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা করা হয় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে। সেখানে এক হাজার একশ ১৩ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয় ৮১ জন। ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনা পাওয়া গেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে।
তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৫৪ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রামের ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনার অস্থিত্ব মেলে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে।
বেসরকারি হাসপাতালের মধ্যে শুক্রবার সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয় শেভরণে। সেখানে ৮৪২ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়। তাছাড়া আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৩ জনের নমুনায় ১০ জন ও ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১১৪ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের শরীরে করোনা পাওয়া গেছে।
খখ/প্রিন্স