খাসখবর সারাদেশ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সংঘর্ষে হতাহতের ঘটনায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রামের হাটহাজারীতে।
সকাল থেকে সড়কের ওপর বাঁশের ব্যারিকেড দিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কটি দখলে রেখেছে বিপুলসংখ্যক মাদরাসাছাত্র। সকাল থেকেই সড়কে তারা অবস্থান নেওয়ায় ব্যহত হচ্ছে যান চলাচল।
এতে দুর্ভোগে পড়েছে ওই সড়ক দিয়ে যাতায়াত করা নাজিরহাট, খাগড়াছড়ি ও রামগড়ের যাত্রীরা। বিকল্প পথ দিয়ে যাতায়াত করতে গিয়ে অনেককে চরম বিপাকেও পড়তে হচ্ছে যাত্রীদের।
তবে গতকাল শুক্রবার (২৭ মার্চ) রাতে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মধ্যস্থতায় হেফাজত নেতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দুই দফা বৈঠকের পর সড়ক ছেড়েছিলো মাদ্রাসা ছাত্ররা।
আজ সকাল থেকেই একই সমস্যা আবারো বিরাজমান দেখা যায়। ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাদ্রাসা ছাত্ররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অতিরিক্ত র্যাব, পুলিশের সঙ্গে রাস্তায় নেমেছে বিজিবিও।
শনিবার দুপুর একটার দিকে হাটহাজারী খাগড়াছড়ি মহাসড়কে দেখা যায় থমথমে পরিস্থিতি। আতঙ্গ বিরাজ করছে সাধারণ মানুষের মনে। ভয়ে ওই এলাকার প্রায় সকল ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ ছিল এ রিপোর্ট লেখা পর্যন্ত। খুলেনি হাটহাজারী পৌর সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং সেন্টার।
কিছুক্ষণ পরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাস্তার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। মাদ্রাসার বিক্ষুদ্ধ ছাত্ররাও দলবদ্ধ হয়ে থেমে থেমে সড়ক অবরোধ করে দখলে নেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী বিক্ষোভে অস্থিতিশীল পরিস্থিতির জেরে রাজধানীসহ দেশজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে শুক্রবর রাত থেকেই মাঠে থেকে দায়িত্ব পালন করছেন তারা। বিজিবির পরিচালক অপারেশন লে. কর্ণেল ফয়জুর রহমান জানান, রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দুপুরে রণক্ষেত্রে পরিণত হয় বায়তুল মোকাররম এলাকা।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে ইসলামি দলগুলো বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করায় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক আহত হয়।
এরপর দেশের বিভিন্ন জেলায় ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খখ/প্রিন্স