খাসখবর দুনিয়া ডেস্ক : ব্রাজিলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। স্বাস্থ্যবিধি না মানা ও নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ায় দেশটিতে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে।
ফেব্রুয়ারির পর থেকেই দেশটিতে একের পর এক মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হচ্ছে। শুক্রবার ৩ হাজার ৬৫০ জন মারা গেছে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বে ব্রাজিলে সবচেয়ে বেশি লোক করোনায় মারা গেছে। এ সংখ্যা ৩ লাখ ৭ হাজারেরও বেশি।
গত দুই সপ্তাহ ধরে ব্রাজিলে প্রতিদিন গড়ে দুই হাজার চার শ’ করে লোক মারা যাচ্ছেন, যা জানুয়ারির তুলনায় তিনগুণ। মঙ্গলবার মারা গেছেন তিন হাজার লোক।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি।
খখ/প্রিন্স