খাসখবর চট্টগ্রাম ডেস্ক : ঢাকায় অর্থ আত্মসাতের অভিযোগে চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি বাচ্চু মিয়াকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা পুলিশ। আজ শনিবার (২৭ মার্চ) সকালে পাহাড়তলী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায় গ্রেফতার বাচ্চু মিয়া ঢাকার কেরানিগঞ্জের বাসিন্দা। পেশায় সে মাছ ব্যবসায়ি। ঢাকায় ব্যবসার সুবাধে বিভিন্ন ব্যবসায়িদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে সে আত্মগোপনে চলে যায়।
পরে পাওয়া টাকা আদায়ে বেশ কয়েকজন ব্যবসায়ি তার বিরুদ্ধে চেক প্রতারণা মামলা দায়ের করে। এরমধ্যে তিনটি চেকের প্রতারণা মামলায় তার সাজা দেয় আদালত।
মামলাগুলো তদন্ত করতে গিয়ে বাচ্চু মিয়ার অবস্থান নিশ্চিত করে ঢাকার খিলখেত থানা পুলিশ। পরে ওই থানার কর্মকর্তাদের আবেদনে শনিবার সকালে পাহাড়তলী বাজার থেকে বাচ্চু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় ডবলমুরিং থানা পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি মো. মহসীন বলেন, বাচ্চু মিয়া তিনটি চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতার এড়াতে ঢাকা থেকে পালিয়ে চট্টগ্রামের পাহাড়তলীতে এসে সে পুনরায় মাছ ব্যবসা শুরু করে।
ঢাকার খিঁলখেত থানার আবেদনে শনিবার সকালে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
খখ/প্রিন্স