চার ছিনতাইকারী ধরল ডবলমুরিং থানা পুলিশ

পুলিশ ছিনতাইকারী গ্রেফতার ছোরাসহ ডবলমুরিং থানা

খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা দেওয়ানহাট ও আগ্রাবাদ কমার্স কলেজ সংলগ্ন এলাকায় পৃথক অভিযানে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি ছোরা উদ্ধার করা হয়।

thai foods

গোপন সূত্রের খবরে শুক্রবার (২৬ মার্চ) রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন জালাল আহম্মেদ জাবেদ (২৫), সাফায়েত হোসেন ইমন (২০), মো. রিফাত (১৯) ও রমজান আলী লাবু (১৯)।

পুলিশ জানায় গ্রেফতারকৃতদের মধ্যে জালাল আহম্মেদ জাবেদ আন্তঃজেলা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে সে ছিনতাই করে আসছে।

অন্যদিকে নগরীর কমার্স কলেজ সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের উদ্দ্যেশে কয়েকজন ছিনতাইকারী অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশের একটি টিম। এসময় ৩ জনকে দুটি ছোরাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

পৃথক অভিযানে ৪ ছিনতাইকারী গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি মো. মহসীন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে একজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আছে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৭টি মামলা আছে।

তাছাড়া অপর তিনজনের মধ্যে রিফাতের ২টি এবং লাবু ও ইমনের একটি করে মামলা আছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করার তথ্য দেন ওসি মহসীন।

খখ/প্রিন্স

আগেউত্তাল পটিয়া, লাটি সোটা নিয়ে বিক্ষোভ মিছিল
পরেঅর্থ আত্মসাতের অভিযোগে ঢাকার মাছ ব্যবসায়ি চট্টগ্রামে গ্রেফতার