করোনা : বছরের সর্ব্বোচ্চ শনাক্তের দিনে দেশে আরো ৩৫ মৃত্যু

করোনা আক্রান্ত দেশে শনাক্ত বাড়ছে ভাইরাস মহামারি

খাসখবর মহামারী ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে দেশে নতুন করে আরও ৩৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

thai foods

গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে আরো ৩ হাজার ৯শ ৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানানো হয়। যা চলতি বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।

দেশে এ পর্যন্ত করোনার সংক্রমণ ধরা পড়েছে ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৯০৪ জনের। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন।

২৭ মার্চ সকাল ৮টা থেকে ২৮ মার্চ সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ১৪ জন নারী। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে। এ বিভাগে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২৫ জন।

তাছাড়া বরিশাল বিভাগে ৫ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ২ জন ও খুলনায় ১ জন মারা গেছেন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ২১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী পাঁচজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ছয়জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী তিনজন।

রবিবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি আরটি-পিসিআর, জিন-এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে মোট ২২৪টি ল্যাবরেটরিতে ২২ হাজার ৪২৫টি নমুনা সংগ্রহ করা হয়। এই সময়ে নমুনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ১৩৬টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা সংগ্রহের বিপরীতে শনাক্তের সংখ্যা ১২ দশমিক ৯৮।

এদিকে, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৯ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হলেন ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন। সংক্রমণ শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৮৯ দশমিক ৯৭ শতাংশ।

খখ/প্রিন্স

আগেদাঁত ব্যথা দূর করবেন কিভাবে? জেনে নিন প্রাকৃতিক প্রতিকার
পরেচট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৯২১৮, মারা গেছে ৩৮৪ জন