হরতাল শান্তিপূর্ণ হয়েছে দাবি বাবুনগরীর, ঘোষণা এল নতুন কর্মসূচির

হেফাজত, হরতাল, বাবুনগরী, আমির, ঘোষণা, কর্মসূচি

খাসখবর সারাদেশ ডেস্ক : রবিবার সারাদেশে হেফাজত ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সফল ও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে দাবী করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

thai foods

তাছাড়া হরতালে যারা অংশ নিয়েছেন তাদেরকে মোবারকবাদ জানিয়ে হরতালকে কেন্দ্র করে উসকানিমূলক কাজ না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান হেফাজতের আমির।

আজ রবিবার (২৮ মার্চ) চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ত্রিবেণী মোড়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। এসময় তিনি জানিয়েছেন হেফাজতের শুরা কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।

এদিকে রবিবার বিকালে রাজধানীর পল্টনে হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, সোমবার দেশব্যাপী দোয়া মাহফিল ও আগামী শুক্রবার বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি।

এসময় তিনি বলেন, হেফাজতে ইসলাম মোদির আগমন প্রত্যাহার করার জন্য কর্মসূচি দিয়েছিল। মোদির আগমনের দিন হেফাজতের কোনো কর্মসূচি ছিল না। কিন্তু ওইদিন সাধারণ মানুষের আন্দোলনে প্রশাসন গুলি চালিয়েছে। যার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছিল।

এর আগে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে হেফাজতের আমির অভিযোগ তুলেছিলেন হাটহাজারী থানার ওসির বিরুদ্ধে। তিনি বলেন, বিনা উসকানিতে হাটাহাজারী থানার পুলিশ মাদরাসার শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে। আমরা ওসির অপসারণ চাই।

হরতাল শেষে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ব্যারিকেড তুলে দেয়া হবে জানিয়ে তিনি বলেন, পুলিশের হামলায় হাটহাজারীর মাদরাসার যেসব শিক্ষার্থী আহত হয়েছে তাদের চিকিৎসার দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনে উসকানিমূলক কাজ না করার জন্য প্রশাসনকে বিশেষ নজর দেওয়ার জন্যও তিনি বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে বিক্ষোভে কয়েকজন নিহতের ঘটনায় রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিক্ষোভে আরও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমনকি রোববারের হরতাল কর্মসূচি পালনকালেও প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।

খখ/প্রিন্স

আগেহরতাল বাড়ানোর খবরটি ভুয়া বললেন হেফাজত নেতা,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
পরেপ্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়লো