খাসখবর শিক্ষাঙ্গণ ডেস্ক : দেশের সকল প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়িয়েছে সরকার। সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের হার বেড়ে যাওয়ায় আগামী ২২মে পর্যন্ত সব ধরনের প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়ানো হয়েছে।
আজ রোববার (২৮ মার্চ) এ আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটির এই সময়ে শিক্ষার্থীরা বাসস্থানে অবস্থান করবে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
এরআগে শিক্ষা মন্ত্রণালয় গত ২৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে জানায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ঈদ উল ফিতরের পরে ২৩ মে থেকে শুরু হবে।
খখ/প্রিন্স